২০ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর সংশোধিত ২০০৪ সালে চীনের জি ডি পি ১.৯৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে । জি ডি পির দিক থেকে বিশ্বে চীনের স্থান সপ্তম থেকে ষষ্ঠে উন্নীত হয়েছে ।
চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর দায়িত্বশীল কর্মকর্তা লি তে সুই একই দিন একটি তথ্য-জ্ঞাপন-সভায় বলেছেন , চীনে সর্বশেষ দেশব্যাপী অর্থনৈতিক জরীপের ফলাফল অনুযায়ী , দ্বিতীয় ও তৃতীয় শিল্পে অর্জিত নতুন বর্ধিত মূল্য আগের চেয়ে ২৭৮ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে গেছে । চীনের জি ডি পি ইতালিকে ছাড়িয়ে গেছে এবং ব্রিটেন ও ফ্রান্সের কাছাকাছি হয়েছে । কিন্তু চীনের মাথাপিছু গড়পড়তা জি ডি পির মান শুধু বিশ্বের মাথাপিছু গড়পড়তা মানের এক পঞ্চমাংশ। বৃহত্তম উন্নয়নমুখী দেশ হিসেবে চীনের অবস্থানের পরিবর্তন হয় নি ।
|