জাতিসংঘের মহাসচিব কোফি আনান ১৯ ডিসেম্বর 'দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা দিবস' উপলক্ষে বাণী প্রকাশ করে উন্নয়নমুখী দেশের প্রতি সৃষ্টিশীল উদ্যোগ গ্রহণ করা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা গভীর করার আহ্বান জানিয়েছেন।
বাণীতে আনান বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়নমুখী দেশগুলো বহু সহযোগিতা পরিকল্পনার উদ্যোগ নিয়েছে। যেমন দক্ষিণ দেশগুলোর উন্নয়ন ও মানবতার ত্রাণ পুঁজি, এশিয়া ও আফ্রিকার রণনৈতিক অংশীদারি পরিকল্পনা এবং আফ্রিকান উন্নয়নের নতুন অংশীদারি পরিকল্পনা। এগুলো হচ্ছে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার নতুন আদর্শ। তিনি আশা করেন, উন্নয়নমুখী দেশগুলো পুরোপুরিভাবে শক্তিসম্পদ ব্যবহার কাবে এবং সৃজনী শক্তি কাজে লাগাবে, যাতে মিলিতভাবে উন্নয়ন ত্বরান্বিত করা যায়।
|