চীনের বাণিজ্য মন্ত্রী বো সি লাই ১৯ ডিসেম্বর হংকংয়ে বলেছেন, ১৮ ডিসেম্বর সন্ধ্যায় সমাপ্ত বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। চীন ডোহা আলোচনা ত্বরান্বিত করার জন্যে অব্যাহতভাবে প্রচেষ্টা চালাবে।
তিনি একইদিনে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে বলেছেন, এবারকার সম্মেলনে চীন ডোহা আলোচনার কৃষি, অকৃষি, পরিসেবা ও বাণিজ্য ইত্যাদি প্রধান আলোচ্যবিষয়ের পরামর্শে সার্বিকভাবে অংশ নিয়েছে। তিনি মনে করেন, চীন এবারকার সম্মেলনে আলোচনা সক্রিয়ভাবে ত্বরান্বিত করা, বিশ্ব বাণিজ্য সংস্থার তত্পরতা সমর্থন করা এবং উন্নত দেশ ও উন্নয়নমুখী দেশের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে ভূমিকা পালন করেছে।
তিনি বলেছেন, এবারকার সম্মেলনে ডোহা আলোচনার ৬০ শতাংশ অগ্রগতি অর্জিত হয়েছে। বিশেষ করে, কৃষিজাত দ্রব্যের বাণিজ্য সমস্যার আংশিক সমাধান হয়েছে।
|