v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-20 10:26:00    
বানর রাজা সুন উখোং(২২)

cri
    দানবেরা সেনার লাউ ও যশম বোতল দুই খুদে দানবকে পাঠালো উখোং-কে ধরতে । তাকেও চাই তাদের ।

    ওদিকে দেবতারা উখোংকে পাহাড়ের নিচ থেকে উদ্ধার করেছেন । হঠাত্ সে এক উজ্জ্বল আলো দেখতে পেলো । উখোং দেবতাদের কাছে জানতে চাইলো ওটা কি । দেবতারা বললেন , ওটা দানবের অস্ত্র । ওরা তোমাকে ধরতে আসছে । দেবতারা বিদায় নিলেন ।

    উখোং তাড়াতাড়ি এক পুরোহিতের রুপ নিয়ে রাস্তায় পড়ে রইলো । দানব দুটি কাছে আসতেই সে জিজ্ঞাসা করলো , তারা কোথায় যাচ্ছে । তারা জানালো , সুন উখোং-কে ধরতে যাচ্ছে । উখোং আগ্রহের সঙ্গে তাদের সাহায্য করতে চাইলো । সে গায়ের একটা লোম ছিঁড়ে তৈরি করলো একটা বিরাট লাল লাউ । সে বললো , এটা এক অসাধারণ লাউ । এই লাউ এর মধ্যে আকাশকেও ভরে রাখা যায় ।

    দানব দুটো তার প্রমাণ চাইলো । যুবরাজ নেচার সাহায্যে সে সুর্য চাঁদ তারা আড়াল করে পৃথিবি অন্ধকার করে দেখালো । দানবেরা তখন ঐ লাল লাউটি চাইলো উখো-এর কাছে । এইতো সুযোগ । উখোং এবার লাল লাউ-এর বদলে দানবদের লাউ আর যশম বোতল চাইলো । আনন্দের সঙ্গে জিনিস বদল করলো তারা ।

    দানবেরা লাল লাউটি নিয়ে মহানন্দে গুহায় ফিরে গেলো । আর উখোং মুহুর্তে উড়ে চললো পদ্মপুষ্প গুহার দিকে । সে পোকা হয়ে গুহায় ঢুকলো ।

    খুদে দানবেরা সোনার শিং দানব আর রুপের শিং দানবের কাছে লাল লাউ-এর কাহিনি বলতেই দানব দুজন ক্ষেপে উঠলো । তারা মুহুর্তে বুঝলো , চাতুরি করে অস্ত্র দুটো হাত করে নিয়েছে উখোং । দানবেরা আবার দুটি খুদে দানব পাঠালো ইয়ালোং লোং গুহা থেকে বুড়ি মাকে আনার জন্য । সঙ্গে সোনালি দড়ি অস্ত্রটিও আনতে বললো ।

    উখোং পোকা হয়ে ভেতরেই ছিলো । সবই শুনলো সে । তাই পিছে পিছে গিয়ে ডান্ডার আঘাতে হত্যা করলো দুজনকেই । তারপর খুদে দানবের বেশে গিয়ে বুড়ি মাকে সুয়ান চুয়ানের মাংস খেতে দানবদের নিমন্ত্রণ জানালো । সঙ্গে সোনালি দড়িটিও নিতে বললো সে । বুড়ি তক্ষুনি রাজি ।

    বুড়ি দানবি দুজন বাহক নিয়ে পালকিতে চড়ে রওনা দিলো । উখোং দুই পাল্কিবাহক এবং দানবিকে হত্যা করলো পথেই । আর সোনালি দড়িটা রেখে দিলো নিজের কাছে ।

    এবার চারটি লোম তুলে চারজন খুদে দানব তৈরি করলো উখোং । আর নিজে দানবি হয়ে চার পাল্কিবাহকের কাঁধে চড়ে পদ্মপুষ্প গুহায় এলো।

    এমন সময় হন্তদন্ত হয়ে এক খুদে দানব এসে জানালো , উখোং বুড়ি দানবিকে হত্যা করে নিজে দানবি সেজে এসেছে । সঙ্গে সঙ্গে দানবেরা সপ্ততারকা তলোয়ার তুলে উখোং-এর দিকে তেড়ে গেলো । উখোং মুহুর্তে এক আলোক রশ্মিতে পরিণত হয়ে পালিয়ে গেলো মেঘের মধ্যে ।

    রুপোর শিং দানব মেঘের মধ্যে গিয়ে উখোং-এর সঙ্গে লড়াই করতে লাগলো । উখোং চাইলো সোনালি দড়ি ছুঁড়ে দানবকে বাঁধতে । কিন্তু পারলো না । বরং দানবই দড়ি কেড়ে নিয়ে উখোংকে বাঁধলো এবং গুহায় ধরে নিয়ে এলো । সোনার সিং দানব খুশিতে আত্মহারা হয়ে গেলো বন্দি উখোংকে দেখে ।