রাশিয়া ডাবলিউটিওতের অন্তর্ভুক্তি সংক্রান্ত আলোচনা শেষ করতে চায়
cri
রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন আর বাণিজ্য বিষয়ক সহকারী মন্ত্রী ১৮ ডিসেম্বর সাংবাদিকদের বলেছেন, রাশিয়া আশা করে, আগামী বছরের প্রথম দিকে বিশ্ব বাণিজ্য সংস্থায় রাশিয়ার অন্তর্ভূক্তি সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনা শেষ হবে।বিশ্ব বাণিজ্য সংস্থার হংকং সম্মেলন চলাকালে ডাবলিউটিওতে রাশিয়ার অন্তর্ভূক্তিরবিষয়ে পযার্লোচনা করার সময় এই কর্মকর্তা বলেছেন, রাশিয়া বেশ কয়েকটি দেশের সঙ্গে ডাবলিউটিওতে অন্তর্ভুক্তি সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনা করেছে এবং ক্যানাডা, ফিলিপান, নিকারাগুয়া এবং প্যারাগুয়ের সঙ্গে ডাবলিউটিওতে রাশিয়ার অন্তর্ভূক্তি সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনার সমাপ্তি দলিলপত্র স্বাক্ষর করেছে।
|
|