|
|
(GMT+08:00)
2005-12-19 21:21:44
|
২০০৬ সালে চীনের কৃষি সম্পূর্ণ করমুক্ত হবে
cri
চীনের অর্থ মন্ত্রী চিন রেন ছিং ১৯ ডিসেম্বর বলেছেন, ২০০৬ সালে চীন সার্বিক আর সম্পুর্ণভাবে কৃষি কর বাতিল করবে। যার ফলে ২৬০০ বছর স্থায়ী কৃষি করের অবসান ঘটবে। ইতিহাসে কৃষি কর সবর্দাই চীনের আর্থিক আয়ের প্রধান উত্স। সাম্প্রতিক বছরগুলোতে শিল্প আর পরিসেবামূলক শিল্পের দ্রুত উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় আয়ের ক্ষেত্রে কৃষি করের অনুপাত ধাপে ধাপে কমে গেছে। গত বছর চীনের জাতীয় আর্থিক আয় ১ শতাংশের কম কৃষি হার থেকে এসেছে।
|
|
|