চীনের শিল্প-প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব সংঘ প্রতিষ্ঠিত
cri
১৯ ডিসেম্বর পিপলস ডেইলি পত্রিকার একটি খবরে বলা হয়েছে, মানবাধিকার , শ্রমশক্তি আর পরিবেশ সংরক্ষণ প্রভৃতি ক্ষেত্রেচীনের শিল্প-প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়িত্ব পালন করার ভূমিকা জোরদার করার জন্যে ' চীনের শিল্প-প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব সংঘ' প্রতিষ্ঠিত হয়েছে। চীনের শিল্প-প্রতিষ্ঠান সংস্কার ও উন্নয়ন সমিতির উদ্যোগে এই সংঘ গড়ে তোলা হয়েছে। এই সমিতির দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, শিল্প-প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব হল, আইন মেনে চলে কর পরিশোধ করা এবং কর্মচারীদের যুক্তিযুক্ত অধিকার ও স্বার্থ রক্ষা করা; আবাসিক এলাকার নিমার্ন, পরিবেশ সংরক্ষণ এবং দাতব্য ব্রত, সামাজিক কল্যাণ, দূর্বল জন গোষ্ঠির প্রযত্নসংরক্ষণ প্রভৃতি ক্ষেত্রে অবদান রাখা।
|
|