জামবিয়ার ভাইস প্রেসিডেন্ট লুপান্দো মোয়াপে ১৯ ডিসেম্বর বিকেলে পেইচিংয়ে পৌঁছে চীনে আনুষ্ঠানিক সফর শুরু করেছেন।
পেইচিং সফরকালে চীনের নেতারা মোয়াপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থজড়িত আন্তর্জাতিক সমস্যা নিয়ে মতবিনিময় করেছেন।
মোয়াপে চীনের ভাইস প্রেসিডেন্ট চেং ছিংহোংয়ের আমন্ত্রণে ১৫ ডিসেম্বর চীনের সফর শুরু করেছেন। পেইচিংয়ে পৌঁছানোর আগে মোয়াপে শেনচেন, কুয়াংচৌ ও শাংহাই সফর করেছেন।
জামবিয়া হচ্ছে আফ্রিকার দক্ষিণাংশে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশ। চীন ও জামবিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও পুঁজিবিনিময়ে অনুপ্রেরণা দান অব্যাহত রাখা এবং কয়েকটি আর্থ-প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বছরে চীন ও জামিবিয়ার বাণিজ্যের পরিমান ২২ কোটি মার্কিন ডলার। এর মধ্যে চীনের আমদানির পরিমান হচ্ছে ১৭ কোটি মার্কিন ডলার।
|