বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী সম্মেলন ১৮ ডিসেম্বর হংকংয়ে সমাপ্ত হয়েছে, তাতে কৃষি, তুলা ও উন্নয়ন সমস্যায় অগ্রগতি অর্জিত হয়েছে। বিভিন্ন পক্ষ এটাকে স্বাগত জানিয়েছে।
এবারকার সম্মেলনে অংশগ্রহণকারী চীনা প্রতিনিধি দলের মুখপাত্র চাং সিয়াংছেন একইদিন বলেছেন, এবারকার সম্মেলনে কৃষি, শিল্প, তুলা ও উন্নয়ন সমস্যায় অগ্রগতি অর্জিত হয়েছে। এ সব অগ্রগতি সক্রিয়, বিশেষ করে তুলা সমস্যার সমাধানের কল্যাণে কৃষি আলোচনা উন্নত হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক্স শিরাক বলেছেন, সম্মেলনের সাফল্য ফ্রান্স, ইউরোপ ও সারা বিশ্বের অর্থনীতির বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অনুকূল। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক সম্মেলনের সাফল্যকে স্বাগত জানিয়েছেন এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদেরকে ভবিষ্যত্ আলোচনায় আরো বেশি অগ্রগতি অর্জনের তাগিদ দিয়েছেন। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সেলসো আমোরিম, অষ্ট্রেলিয়ার বাণিজ্য মন্ত্রী মার্ক ভেইল, মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি রব পোর্টমান, ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী কমল নাথ প্রমুখ কর্মকর্তাও হংকং সম্মেলনের অগ্রগতির সক্রিয় মুল্যায়ন করেছেন।
তাছাড়া, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক প্যাস্কাল লামি ও ই ইউ বাণিজ্য কমিটির বাণিজ্য কমিশনার পেটার মানডেলও হংকং সম্মেলনের অগ্রগতির প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
|