দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বান কি মুন ১৯ ডিসেম্বর বলেছেন, তিনি আশা করেন, ইতিহাসের সমস্যায় জাপানের শীর্ষনেতাদের বক্তব্যের সঙ্গে তাদের কার্যকলাপ সঙ্গতিপূর্ণ হবে।
বান কি মুন দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ৪০ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ভাষণ দেয়ার সময় উপরোক্ত কথা বলেছেন। তিনি বলেছেন, জাপানের শীর্ষ রাজনীতিকদের উচিত সঠিকভাবে ইতিহাসের সমস্যা জানা। এই ধরণের জানা শুধু মুখেমুখে নয়, বরং সুনির্দিষ্ট কার্যকলাপেও প্রতিফলিত হতে হবে।
বান কি মুন আরো বলেছেন, এই বছর হচ্ছে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ৪০ তম বার্ষকী এবং দু'দেশের মৈত্রী বছর। কিন্তু দু'দেশের মধ্যে উচ্চ পর্যায়ে পারস্পরিক আদান-প্রদান সুষ্ঠু নয়। কূটনৈতিক সম্পর্কে অচলাবস্থা দেখা দিয়েছে। বান কি মুন তার জন্যে পরিতাপ প্রকাশ করেছেন।
|