১৭ ডিসেম্বর ভোর তিনটা ৪৪ মিনিট পর্যন্ত শেনচৌ -৬ নভোযান মহাকাশের কক্ষপথে৬০ দিন প্রদক্ষিণ করেছে , বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার কাজ সুপরিকল্পিতভাবে চালানো হচ্ছে এবং প্রাথমিক সাফল্য অর্জিত হয়েছে ।
গত ১২ অক্টোবর চীনের দুজন নভোচারী শেনচৌ -৬ নভোযান যোগে চীনের দ্বিতীয় মানুষবাহী নভোযাত্রা শুরু করেছেন । নভোযানের ফেরত্ কেবিন ১৭ ডিসেম্বর নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তনকরেছে ।
পেইচিংয়ের মহাকাশ উড্ডয়ন নিয়ন্ত্রন কেন্দ্রের পরিচালক লিউ চুন চে বলেছেন , নভোযান ও ফেরত্ কেবিন পৃথক হওয়ার পর নভোযানটি মহাকাশে দীর্ঘ ছয় মাস প্রদক্ষিণকরবে । বর্তমানে নভোযানের প্রদক্ষিণ ঠিকমতো চলছে । মহাকাশে নভোযানের বৈজ্ঞানিক পরীক্ষাগুলো চীনের পরবর্তী মানুষবাহী মহাকাশ যাত্রার জন্য ভিত্তি স্থাপন করবে ।
|