ইসরাইলের প্রধানমন্ত্রী আরিয়েল শ্যারণ ১৮ ডিসেম্বর রাতে সামান্য বাত-ব্যাধির কারণে চিকিত্সা করার জন্যে জেরুজালেমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে প্রকাশ, শ্যারণের অবস্থা খুব গুরুতর নয়। তিনি শীঘ্রই হাসপাতাল ত্যাগ করবেন।
ইসরাইলের তথ্যমাধ্যম থেকে জানা গেছে, শ্যারণ একইদিন রাতে তাঁর ব্যক্তিগত খামারে যাওয়ার পথে ব্যথা অনুভব করেছিলেন। তাঁকে চিকিত্সার জন্যে জেরুজালেমের বৃহত্তম হাসপাতাল, অর্থাত্ হাদাসাহ বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে পাঠানোর পথে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। কিন্তু পরে তাঁর চৈতন্য ফিরে আসে। হাসপাতাল স্বীকার করেছে, শ্যারণ সত্যি সামান্য বাতরোগে আক্রান্ত হন। হাসপাতাল তাঁকে পরীক্ষা করার প্রক্রিয়ায় তাঁর রোগের অবস্থা ধরা পড়ে। ১৯ ডিসেম্বর ভোরে শ্যারণের হাসপাতাল ত্যাগের সম্ভাবনার কথা বলা হয়েছে।
|