v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-19 18:43:45    
১২---১৯ ডিসেম্বর, ২০০৫

cri
ওয়েন চিয়া পাওয়ের ইউরোপ ও এশিয়া সফরের ওপর লি চাও শিংয়ের মূল্যায়ন

চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের ইউরোপ ও এশিয়ার পাঁচটি দেশ সফরকালীন অন্যতম সফরসঙ্গী চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং ১৫ ডিসেম্বর বলেছেন, প্রধানমন্ত্রী ওয়েনের সফরটি চীন আর এই পাঁচটি দেশের সম্পর্কের উন্নয়ন এবং পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ত্বরান্বিত করার ক্ষেত্রে সুগভীর তাত্পর্যসম্পন্ন।

স্বদেশে প্রত্যাবর্তনকালে বিশেষ বিমানে সংবাদদাতার সাক্ষাত্কার দেয়ার সময় লি চাও শিং এই কথা বলেছেন। তিনি এবারকার সফরকে রণনৈতিক উচ্চতায় ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন, পারস্পরিক উপকারিতা এবং সার্বজনীন কল্যাণের ভিত্তিতে সহযোগিতা ত্বরান্বিত করা বলে সারসংকলন করেছেন । তিনি মনে করেন, সফরটিতে আস্থা বাড়ানো, মতৈক্য সম্প্রসারণ করা, সহযোগিতা গভীরতর করা, ভবিষ্যতমুখীণতার উদ্দেশ্য বাস্তবায়িত হয়েছে।

তাইওয়ানের নির্বাচনী ফলাফল তাইওয়ানবাসীদের আশা-আকাংক্ষার পরিচায়ক

চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র লি ওয়েই ই পেইচিংয়ে বলেছেন , তাইওয়ান নির্বাচনী ফলাফলে দুই তীরের শান্তিপূর্ণ আর স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার ব্যাপারে তাইওয়ানবাসীদের আশা-আকাংক্ষা প্রতিফলিত হয়েছে ।

১৪ ডিসেম্বর অনুষ্ঠিত তাইওয়ান বিষয়ক কার্যালয়ের নিয়মিত তথ্য-জ্ঞাপন-সভায় লি ওয়েই ই বলেছেন , এবছর থেকে দুই তীরের সম্পর্কে তথাকথিত স্বাধীন তাইওয়ান -পন্থী অশুভ শক্তির বিভক্তি তত্পরতা রোধ করার ইতিবাচক উপাদান বেড়ে গেছে এবং দুই তীরের সম্পর্কে শান্তি আর স্থিতিশীলতার দিকে বিকাশের প্রবণতাও জোরদার হয়েছে । সম্প্রতি তাইওয়ানের প্রাথমিক স্তরের নির্বাচনী ফলাফলে সমাজের স্থিতিশীলতা , অর্থনৈতিক উন্নয়ন আর দুই তীরের সম্পর্কের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে ব্যাপক তাইওয়ানবাসীদের আশা-আকাংক্ষা প্রতিফলিত হয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থা হংকং সম্মেলনের "মন্ত্রী ঘোষণার" খসড়া প্রস্তাব: এবারকার আলোচনায় কিছু অগ্রগতি অর্জিত

হংকংয়ে অনুষ্ঠানরত বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ১৭ ডিসেম্বর প্রকাশিত "মন্ত্রী ঘোষণার" খসড়া প্রস্তাব থেকে দেখা গেছে যে, কয়েক দিনের আলোচনার মাধ্যমে বিভিন্ন সদস্য উন্নয়ন এবং তুলার বাণিজ্য সমস্যায় অগ্রগতি অর্জন করেছে। কিন্তু কৃষির ভর্তুকি কমানো ইত্যাদি গুরুত্বপুর্ণ বিষয়ে আলোচনায় কোনো অগ্রগতি অর্জিত হয়নি।

"মন্ত্রী ঘোষণার" খসড়া প্রস্তাবে উন্নত সদস্যরা এবং উন্নয়নমুখী সদস্যরা স্বল্পোন্নত দেশগুলোর পণ্যদ্রব্যের শুল্ক ও কোটা মুক্তভাবে বাজারে প্রবেশের অনুমোদন দিতে রাজী হয়েছে। উন্নত দেশগুলো ২০০৬ সালে তুলার জন্য রপ্তানির ভর্তুকি বাতিল করবে। কৃষির পণ্যদ্রব্যের রপ্তানির ভর্তুকি কমানোর ক্ষেত্রে বিভিন্ন সদস্য সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করবে, যাতে উন্নত দেশগুলো ২০১০ সালে রপ্তানির ভর্তুকির বাতিল নিশ্চিত করা যায়।

চীনের বিশেষ আর ভিন্ন অবস্থানকে বিশ্ব বাণিজ্য সংস্থার বিভিন্ন সদস্য দেশের স্বীকৃতি দেয়া উচিত

হংকংএর অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী সম্মেলনে অংশ গ্রহণকারী চীনের কৃষি মন্ত্রী ডু ছিন লিন বলেছেন, ডাবলিউটিওয়ের উন্নয়নমুখী আর নতুন সদস্য হিসেবে চীনের বিশেষ আর ভিন্ন অবস্থানবিভিন্ন সদস্য দেশের স্বীকৃতি পাওয়া উচিত।১৭ ডিসেম্বর হংকংএ যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রীর সঙ্গে বৈঠক করার সময় তিনি এ কথা বলেছেন।তিনি ব্যাখ্যা করে বলেছেন, চীনের কৃষিজাত পণ্যের শুল্ক হার ৫৪ শতাংশ থেকে কমে ১৫.৩ শতাংশে হয়ে দাঁড়িয়েছে।তিনি আশা করেন, উন্নয়নমুখী আর ডাবলিউটিও য়ের নতুন সদস্য হিসেবে চীনের বিশেষ আর ভিন্ন অবস্থান যুক্তরাষ্ট্র সহ ডাবলিউটিও দসদ্যদের পুরোপুরি স্বীকৃতি পাওয়া উচিত। চীনের কয়েকটি কৃষিজাত পণ্যেররফতানি পরিমাণ কমানো উচিত নয়।

যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কৃষিজাত পণ্যের রফতানি দেশ, চীন-মার্কিন কৃষিজাত বাণিজ্য সবর্দাই চীন-মার্কিন বাণিজ্য সম্পর্কের গুরুত্বপূর্ণ অঙ্গ।গত বছর, চীন যুক্তরাষ্ট্র থেকে ৭৭০ কোটি মার্কিন ডলার্রের সমান কৃষিজাত পণ্য কিনেছে। যুক্তরাষ্ট্রের তুলা আর শয়াবীনের সবচেয়ে বড় ক্রেতা হল চীন।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ১২ ডিসেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালাম্পুরেবলেছেন, ভারত পূর্ব এশিয়া অর্থনৈতিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন।

তিনি আরো বলেছেন, অবিলম্বে অনুষ্ঠিতব্য প্রথম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন হচ্ছে আসিয়ান ও ভারতের সম্পর্কের উন্নয়ন। ভারত আসিয়ান ও পূর্ব এশিয়ার সঙ্গে উন্নয়ন ত্বরান্বিত করার মাধ্যমে একবিংশ শতাব্দিকে এশিয়ার শতাব্দীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি বলেছেন, চীন ভারতের শত্রু নয়, বরং আঞ্চলিক উন্নয়ন ও সমৃদ্ধির প্রভাবশালী অংশীদার।

একই দিনে মালয়েসিয়ার রাজধানী কুয়ালালাম্পুরে যাওয়ার পথে বিমানে সাংবাদদাতাকে মনমোহন সিং বলেছেন, চীন ও ভারত অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রের প্রতিযোগীর কথা ঠিক নয়। সিং বলেছেন, দু'দেশের সম্পর্ক সার্বিকভাবে সঠিক দিকে চলছে।

চীন ও ভারতের দুই প্রধানমন্ত্রীঃ দু'দেশের সীমান্ত সমস্যার সমাধান ত্বরান্বিত করার প্রয়াস চলবে

চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৪ ডিসেম্বর কুয়ালালামপুরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ বলেছে, দু'দেশ "সীমান্ত সমস্যা সমাধানের রাজনৈতিক নীতিগত চুক্তির" মর্মের ভিত্তিতে প্রচেষ্টা চালিয়ে দু'দেশের সীমান্ত সমস্যার সমাধান ত্বরান্বিত করবে।

তিনি বলেছেন, চীন-ভারত সম্পর্কে দীর্ঘকালীন উন্নয়ন অর্জিত হয়েছে। এটি দু'পক্ষের মিলিত প্রচেষ্টার সাফল্য। দু'পক্ষের উচিত দীর্ঘকালীন ও রণনৈতিক দিক থেকে দু'দেশের সম্পর্ককে দেখা ও সমাধান করা। চীন ও ভারতের উচিত দু'দেশের বাস্তব সহযোগিতার ক্ষেত্র সার্বিকভাবে সম্প্রসারিত করা এবং আর্থ-বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করা। এর সঙ্গে সঙ্গে আগামী বছর চীন - ভারত মৈত্রী বর্ষ উপলক্ষে বিভিন্ন উদযাপনী অনুষ্ঠান ভালোভাবে চালানোর জন্য দু'দেশ প্রস্তুতি নিয়েছে।

সিং বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক সম্প্রসারিত ও গভীর করা হচ্ছে ভারতের পররাষ্ট্র নীতির প্রধান ভিত্তি। দু'পক্ষের উচিত অব্যাহতভাবে গভীর সহযোগিতা নিয়ে প্রস্তাব দেয়া।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়া ভূমিকম্পের ত্রাণ বিষয়ক বিশেষ দূত হয়েছেন

জাতিসংঘের মহাসচিব কোফি আনান ১৫ ডিসেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এচ ডাবলিউ বুশকে দক্ষিণ এশিয়ার ভূমিকম্পের ত্রাণ বিষয়ক বিশেষ দূত পদে নিযুক্ত করেছেন ।

বুশ জাতিসংঘের বিভিন্ন মানবতাবাদী সংস্থা ও আন্তর্জাতিক সমাজের ত্রাণ তত্পরতা এবং মধ্য ও দীর্ঘমেয়াদী পুনর্গঠন কাজ সমন্বয় করবেন ।

চলতি বছরের অক্টোবর মাসে দক্ষিণ এশিয়ার ভয়াবহ ভূমিকম্পে ৭০ হাজারেরও বেশী মানুষ প্রাণ হারিয়েছে আর ৩০ লক্ষেরও বেশী মানুষ গৃহহারা হয়েছে । আন্তর্জাতিক সমাজ ৬ বিলিয়ন ডলারের সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিলে তবে প্রতিশ্রুতি পালন করে ত্রাণ সামগ্রী দুর্গত এলাকার জনগণের হাতে পৌঁছিয়ে দেয়া সহজ নয় । বর্তমানে জাতিসংঘ একটি ৬ মাসব্যাপী ৫৫ কোটি মার্কিন ডলারের চাঁদা তোলার জরুরী পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে , এই পর্যন্ত দুর্গত এলাকার জন্য পাঠানো ত্রাণ দ্রব্য অতি অল্প ।

শ্রীলংকা সরকার টাইগারদের সঙ্গে বিদেশে বৈঠক করতে রাজী

শ্রীলংকার তথ্য-মাধ্যমের খবরে জানা গেছে, শ্রীলংকা সরকার সরকার বিরোধী তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থার সঙ্গে দেশের বাইরে শান্তি বৈঠক করতে রাজী হয়েছে।

শ্রীলংকা সফররত জাপানের বিশেষ শান্তি দূত ইয়াসুশি আকাশির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে বলেছেন, শ্রীলংকা সরকার আরো নমনীয় মনোভাব ও উপায় নিয়ে টাইগার সংস্থার সঙ্গে যোগাযোগ করবে এবং দেশের বাইরে এই সংস্থার সঙ্গে শান্তি বৈঠক করতে রাজী হয়েছে। কিন্তু বৈঠক শুধু এশিয়ার কোনো দেশে অনুষ্ঠিত হতে হবে।

৫ ডিসেম্বর ইয়াসুশি আকাশি শ্রীলংকায় পৌঁছে সে দেশে সফর শুরু করেছেন। শ্রীলংকা সরকারের সম্মতি অর্জিত হয় নি বলে তাঁর এবারকার সফরকালেটাইগার সংস্থা-নিয়ন্ত্রিত উত্তর শ্রীলংকার কিলিনোচ্ছি গিয়ে এই সংস্থার নেতার সঙ্গে বৈঠক করা সম্ভব হয়নি।

প্রথম পূর্ব এশিয়া শীর্ষসম্মেলনে "কুয়ালালাম্পুর ঘোষণা" প্রকাশিত

১৪ ডিসেম্বর কুয়ালালাম্পুরে সমাপ্ত প্রথম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে কুয়ালালাম্পুর ঘোষণা প্রকাশিত হয়েছে । ঘোষণায় স্পষ্টভাষায় ফোরামের প্রকৃতি আর আসিয়ানের পথ-নির্দেশক ভূমিকা ধার্য করা হয়েছে । চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সম্মেলনে অংশ নিয়েছেন এবং ভাষণ দিয়েছেন ।

ঘোষণায় বলা হয়েছে , সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতৃবৃন্দ রাজী হয়েছেন যে , পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনকে একটি ফোরাম হিসেবে গড়ে তোলা হবে , অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট রণনীতি , রাজনীতি আর অর্থনীতি ক্ষেত্রে সংলাপ করা হবে এবং এই অঞ্চলের একীকরণের নির্মাণকাজ ত্বরান্বিত করার সংগে সংগে পূর্ব এশিয়া শীর্ষসম্মেলনের উচিত আসিয়ানের নির্মাণকাজের সংগে খাপ খাওয়া ।

ঘোষণায় বলা হয়েছে , সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশ রাজনীতি আর নিরাপত্তার বিষয়ে সংলাপ আর সহযোগিতা জোরদার করবে এবং প্রযুক্তির হস্তান্তর , বুনিয়াদি ব্যবস্থার নির্মাণকাজ , মানবতাবাদী সাহায্য জোরদার করার মাধ্যমে পূর্ব এশিয়ার উন্নয়ন ত্বরান্বিত করা হবে ।

আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ দমন ঘোষণা স্বাক্ষরিত

এশিয় ও ইউরোপীয় দেশ ও অঞ্চলগুলোর প্রতিনিধিরা ১২ ডিসেম্বর একটি ঘোষণা স্বাক্ষর করেছেন । এই ঘোষণা অনুযায়ী , তারা সন্ত্রাস , দুর্নীতি, মানি-লন্ডারিং , মাদক ও অস্ত্র চোরাচালান চোরা চালান আর জনসংখ্যা পাচার প্রভৃতি আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধের ওপর আঘাত হানার ব্যাপারে আরো ঘনিষ্ঠভাবে সহযোগিতা চালাবেন ।

চীনের সেনচেনে অনুষ্ঠিত এশিয়া আর ইউরোপের ৩৮টি দেশ ও অঞ্চলের প্রধান অভিশংসক অধিবেশনে এই ঘোষণা স্বাক্ষরিত হয়েছে । ঘোষণায় বলা হয়েছে , প্রধান অভিশংসকরা মনে করেন যে , আইনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করা প্রয়োজন এবং তদন্ত ও অপরাধীদের গ্রেফতার আর তাদের যার যার দেশে ফেরত্ পাঠানো + ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা চালাতে হবে ।

ইইউর শীর্ষ সম্মেলনে অন্তর্বতীর্কালীণ বাজেট নিয়ে চুক্তি স্বাক্ষরিত

ইউরোপীয় ইউনিয়নের বতর্মান সভাপতি ব্রিটেনের প্রধান মন্ত্রী টনি ব্লেয়ার স্থানীয় সময় ১৭ ডিসেম্বর ভোরবেলায় ব্রাসেলসে ঘোষণা করেছেন, সদ্য সমাপ্ত ইইউ শীর্ষ সম্মেলনে ব্রিটেনেরউত্থাপিত ইইউর অন্তর্বতীর্কালীণ বাজেটের সর্বশেষ সংশোধিত প্রস্তাবনিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন প্রস্তাবে বাজেটের মোট পরিমাণ বাড়ানো প্রভৃতি ক্ষেত্রে সীমিত আপোষ করা হয়েছে।বৈঠকের পর আয়োজিত একটি সংবাদ সম্মেলনে টনি ব্লেয়ার বলেছেন, অন্তর্বতীর্কালীণ বাজেট চুক্তির স্বাক্ষর বিভিন্ন পক্ষের আপোষ করার ফলাফল।সংবাদ সম্মেলনে উপস্থিত ইইউ পরিষদের চেয়ারম্যান বারোসোএই চুক্তি স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এই চুক্তি ইউরোপের কাছে একটি গুরুত্বপর্ণ রাজনৈতিক সংকেত পাঠিয়েছে। তিনি আরও বলেছেন, এই নতুন বাজেট ইইউর অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিয়ে যাবে । তা ছাড়া এই নতুন বাজেট একটি সম্প্রসারিত, উন্মক্ত আর আধুনিক ইইউ গড়ে তোলার জন্যে একটি প্রধান বাধাবিঘ্ন সাফ করেছে।

জাতিসংঘ দুর্নীতি দমন কনভেনশন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে

"জাতিসংঘের দুর্নীতি দমন কনভেনশন" ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে । বর্তমানে ১৪০টি দেশ এই কনভেনশন স্বাক্ষর করেছে , ৩৮টি দেশ এই কনভেনশন অনুমোদন করেছে ।

এই কনভেনশন হল জাতিসংঘে দুর্নীতি দমনের প্রথমটি আইনসংগত দলিল । ২০০৩ সালে "জাতিসংঘ দুর্নীতি দমন কনভেনশন" আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে । সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী ৩০টি দেশ অনুমোদন করলে এই কনভেনশন ৯০ দিনের পর আনুষ্ঠানিভাবে কার্যকর হয় ।

চীন সরকার ২০০৩ সালের ডিসেম্বর মাসে এই কনভেনশন স্বাক্ষর করেছে , চীনের জাতীয় গণ কংগ্রেস চলতি বছরের অক্টোবর মাসে এই কনভেনশন অনুমোদন করেছে ।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৫ ডিসেম্বর গৃহিত একটি প্রস্তাবে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরি হত্যাকান্ড তদন্তের আন্তর্জতিক কমিশনের কার্যমেয়াদ আরো ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আন্তর্জাতিক তদন্ত কমিশনের সর্বশেষ রিপোর্টে সিরিয়া সরকারের বিরুদ্ধে যে তদন্ত কমিশনের সঙ্গে কার্যকরভাবে সহযোগিতা না করার অভিযোগ করা হয়েছে , সেদিন গৃহিত ১৬৪৪ নং প্রস্তাবে তার ওপর অত্যন্ত মনোযোগ দেওয়া হয়েছে । প্রস্তাবে সিরিয়া সরকারের কাছে আন্তর্জাতিক কমিশনের সংশ্লিষ্ট দাবির প্রতি স্পষ্টভাবে জবাব দেওয়ার দাবি জানানো হয়েছে। প্রস্তাবে আন্তর্জাতিক তদন্ত কমিশনের কাছে প্রতি ৩ মাসে নিরাপত্তা পরিষদের কাছে সিরিয়ার সহযোগিতা সংক্রান্ত রিপোর্ট দেওয়ার দাবিও জানানো হয়েছে ।

১৫ ডিসেম্বর এরিত্রিয়া সরকার উত্থাপিত সময়সীমা শেষ এরিত্রিয়া থেকে জাতি সংঘের শান্তি রক্ষীদের একাংশ প্রত্যাহার শুরু করেছে।

একইদিনে মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে জাতি সংঘের শান্তি রক্ষী বাহিনীর প্রায় ৯০জন সৈন্য দু'টি বিমান যোগে এরিত্রিয়া থেকে ঈথিওপিয়ায় পৌঁছেছে। তারা ওখানে অস্থায়ী মোতায়েন হবে। জানা গেছে, মোট ১৮০জন শান্তি রক্ষী সৈন্য এরিত্রিয়া থেকে প্রত্যাহার করা দরকার।