বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ হংকং মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণকারী চীনের প্রতিনিধি দলের মুখপাত্র চাং সিয়াং ছেন ১৮ ডিসেম্বর বলেছেন, এবারকার সম্মেলনে কৃষি, অকৃষি, তুলা এবং উন্নয়ন সমস্যায় কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। এসব অগ্রগতি ইতিবাচক। বিশেষ করে, তুলা সমস্যার সমাধান সমগ্র কৃষির আলোচনা ত্বরান্বিত করার ভূমিকা পালন করবে।
তিনি বলেছেন, সম্মেলনে "মন্ত্রী ঘোষণা" গৃহীত হয়েছে। ঘোষণায় বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যরা কৃষিজাত দ্রব্যের রপ্তানি ভরতুকি বাতিলের সময়সীমা সম্পর্কে মতৈক্যে পৌঁছেছে।
তিনি আরো বলেছেন, এর পর্যন্ত দোহা আলোচনায় শুধু কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। পরবর্তী আলোচনা খুবই কঠিন হবে।
|