১৭ ডিসেম্বর জাপানের শতাধিক নাগরিক রাজধানী টোকিওতে অনুষ্ঠিত যুদ্ধের দায়িত্ব পুনরায় বিবেচনা সম্পর্কিত একটি জনসমাবেশে অংশ নিয়েছেন । এই সমাবেশে দ্বিতীয় মহাযুদ্ধের দুজন প্রবীণ সৈনিক চীনের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধচলাকালে জাপানী বাহিনীর জোর করে চীনা শ্রমিক নিয়ে যাওয়া আর চীনে বিষাক্ত গ্যাসের বোমা রেখে যাওয়ার অপরাধ উদ্ঘাটন করেছেন ।
একজন প্রবীণ সৈনিক তার ভাষণে যুদ্ধের সময় চীনের সাংতুং প্রদেশে জাপানী বাহিনীর স্থানীয়অধিবাসীদের বাড়ীতে লুটপাট ও জোর করে যুবকদের নিয়ে যাওয়ার অপরাধ বর্ণনা করেছেন । তিনি বলেছেন, এই আগ্রাসী যুদ্ধের জন্যে জাপানের নেতৃবৃন্দকে দায়ী হতে হবে । কিন্তু এই সব অপরাধে অংশ নিয়েছে বলে সৈনিকদেরও অনুশোচনা করা উচিত । জাপানের প্রচারমাধ্যমগুলো যে জাপানের আগ্রাসী যুদ্ধ বাধানোর অপরাধ নিন্দা না করে শুধু চীনাদের জাপান বিরোধী মনোভাবের সমালোচনা করছে , তা' উচিত নয় ।
|