চুমালাংমা শৃঙ্গের উচ্চতা পুনরায় পরিমাপের পর চীন পৃথিবীর সবচেয়ে উন্নত পরিমাপক সরঞ্জাম ও পদ্ধতি দিয়ে চীনের স্থলভাগের সবচেয়ে নীচু জায়গা-- আই তিং হ্রদের উচ্চতা পরিমাপ করার সিদ্ধান্ত নিয়েছে । পরিমাপের কাজ আগামী বছর থেকে শুরু হবে ।
পশ্চিম চীনের তুরপান অবভূমিতে অবস্থিত আই তিং হ্রদ একটি স্থলবেষ্টিত নোনা পানির হ্রদ । হ্রদটির আয়তন ২২ বর্গকিলোমিটার , এই হ্রদ সমুদ্র সমতলের ১৫৪ মিটার নীচে অবস্থিত , পৃথিবীতে শুধু জর্দানের মৃত্যু সাগর আই তিং হ্রদের চেয়ে নীচে অবস্থিত ।
|