উপসাগরীয় আবার দেশগুলোর সহযোগিতা পরিষদের মহাসচিব আবদুল রহমান আল-আট্টিয়াহ ১৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু-ধাবিতে ইরাকের বিভিন্ন দলকে ইরাকের পরিস্থিতির স্থিতিশীলতা সুরক্ষার প্রয়াস করার তাগিদ দিয়েছেন।
একই দিন উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আলাপ-পরামর্শের পর তিনি বলেছেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ ইরাকের কোনো দল যে ইরাকের রাজনৈতিক প্রক্রিয়া রোধ করবে, তা দেখতে চায় না। উপসাগরীয় সহযোগিতা পরিষদ ইরাকের সংসদ নির্বাচনের পরের পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ নির্বাচনের প্রাথমিক ফলের ওপর সন্তুষ্ট এবং আশা করে, ইরাক একটি স্বাথীন আর স্থিতিশীল দেশ হবে, ইরাকের নাগরিক কোনো বৈদেশিক হস্তক্ষেপ না হওয়ার অবস্থায় নতুন সরকার নির্বাচন করবে। তিনি জোর দিয়ে বলেছেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ ইরাকের ভূভাগের অখন্ডতা সম্পুর্ণ সমর্থন করে এবং মনে করে, কোনো দেশ ইরাকের অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না।
|