১৭ ডিসেম্বরএকাদশ পানচেন এর্দিনি ছুয়েচিজিবু চাশিলুনপু মন্দিরে তিব্বতী বৌদ্ধধর্মের বিশেষ রীতি অনুযায়ী অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেছেন ।
সকাল দশটার সময় অভিষেক অনুষ্ঠান শুরু হয় । একাদশ পানচেন অভিষেক মূত্র পাঠ করেন এবং সন্যাসী ও ধর্মাবলম্বীদের মূত্রের অর্থ ব্যাখ্যা করেন । তিনি তিব্বতী বৌদ্ধধর্মাবলম্বীদের নিজের ধর্মবিশ্বাসে অটল থাকতে এবং অন্যদের সাহায্য করতে উত্সাহ করেন ।
উল্লেখ্য , তিব্বতী ভাষায় অভিষেকের অর্থ হলো শক্তি দেয়া । অভিষেক অনুষ্ঠান হলো তিব্বতী বৌদ্ধধর্মের একটি অনুষ্ঠান । আগের পানচেন লামারাও চাশিলুনবু মন্দিরে সন্যাসীদের অভিষেক অনুষ্ঠান পরিচালনা করতেন । এই অনুষ্ঠান প্রায় তিন ঘন্টা স্থায়ী ছিল ।
|