সাম্প্রতিক বছরগুলোতে চিকিত্সা ব্যবস্থা ও চিকিত্সার মানের উন্নতি আর নাগরিকদের শরীর চর্চার কল্যানে চীনের কিশোর-কিশোরী ও যুবক-যুবতীর মধ্যে সংক্রামক রোগ মোটামুটিভাবে নিয়ন্ত্রনে আনা হয়েছে ।
কিছু দিন আগে প্রকাশিত চীনের যুব সমাজের স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কিত একটি রিপোর্টে বলা হয়েছে , চীনের কিশোর-কিশোরী ও যুবকযুবতীর মধ্যে বসন্ত , হাম , প্লেগ ইত্যাদি মারাত্মক সংক্রামক রোগ নির্মুল হয়েছে , প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে ট্রাছোমা ও কৃমি ইত্যাদি সাধারণ সংক্রামক রোগ অনেক কমেছে । গত বছর চীনে কোনো মহামারির প্রকোপ দেখা দেয় নি , কিন্তু কিছু অঞ্চলে হাম ও ফ্লুর প্রকোপ দেখা দিয়েছিল ।
জানা গেছে , চীনে অপেক্ষাকৃত পরিপূর্ণ সংক্রামক রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং সমস্তশিশু ও ছাত্রছাত্রীদের সময়োচিতভাবে টিকা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে ।
|