|
 |
(GMT+08:00)
2005-12-17 21:34:45
|
স্থল বন্দরের নিরাপত্তা সুনিশ্চিত করা চীনের পরীক্ষা ও কোয়রান্টীন ক্ষেত্রের অন্যতম কাজ
cri
১৭ ডিসেম্বর চীনের দক্ষিণাংশের সেনজিন শহরে আয়োজিত পরীক্ষা ও কোয়রান্টীন কর্ম সম্মেলন থেকে জানা গেছে, স্থল বন্দরের গণ নিরাপত্তা সুনিশ্চিত করা আগামী বছরে চীনের পরীক্ষা ও কোয়রান্টীন ক্ষেত্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ নির্ধারন করা হয়েছে। জানা গেছে, নানা ধরণের সংক্রামক রোগের বিস্তার আর বিষক্ত জীবাণুর আঘাত আরও প্রতিরোধ করা এবং আমদানি-রফতানি খাদ্যের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে চীনের পরীক্ষা আর কোয়রান্টীন বিভাগ পদক্ষেপ নেবে। এর সঙ্গে সঙ্গে বিষক্ত সামগ্রী চীনে প্রবেশ করাকে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে এবং নানা ধরণের আকস্মিক ঘটনা সঠিকভাবে মোকাবেলা করা হবে।
|
|
|