চীনের উপ প্রধান মন্ত্রী: মিত্যব্যয় গোটা সমাজের সচেতন তত্পরতা
cri
চীনের উপ প্রধান মন্ত্রী জেং পেই ইয়ান ১৭ ডিসেম্বর পেইচিংএ বলেছেন, মিত্যব্যয় যাতে গোটা সমাজের সচেতন তত্পরায় পরিণত হয়, সেই জন্যে মিত্যব্যয়ের জ্ঞান ব্যাপকভাবে প্রচার করতে হবে, মিত্যব্যয়ের পণ্য জনপ্রিয় করতে হবে এবং জনসাধারণের মিত্যব্যয়ের মনোভাব জোরদার করতে হবে। মিত্যব্যয় বিষয়ক একটি প্রদর্শনী পরিদর্শন করার সময় জেন পেই ইয়াং এ কথা বলেছেন।তিনি আশা করেন, মিত্যব্যয় ধরনের সমাজ গড়ে তোলার গতি দ্রুততর করার জন্যেসাশ্রয় চীনের বিভিন্ন স্তরের সরকার আর মহলের উচিত সাশ্রয়সমাজ গড়ে তোলার নীতি ও পদক্ষেপ আরও প্রচার করা , শক্তিসম্পদের সাশ্রয় ত্বরান্তিত করার আধুনিক প্রযুক্তিজনপ্রিয় করা । যাতে গোটা সমাজে মিত্যব্যয়ের রীতিনীতি গঠিত হয়।
|
|