চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিং গান ১৬ ডিসেম্বর ব্যাখ্যা করে বলেছেন, চীন সংহুয়া নদীর দূষণে রাশিয়ার কাছে দ্বিতীয় কিস্তির অপরিশোধনীয় সাহায্য যুগিয়ে দেওয়ার সিদ্ধান্তনিয়েছে। চীন আশা করে, অনুদান হিসেবে এ সব সাহায্য পানি বিশুদ্ধ করার ব্যাপারে খুব ভাল ভূমিকা পালন করতে পারবে। এ সব সামগ্রী পরোদমে রাশিয়ার কাছে পাঠানো হচ্ছে।
মুখপাত্র ছিং গান বলেছেন, সুংহুয়া নদীর দূষণ ঘটনা ঘটার পর থেকে চীন অল্প সময়ের মধ্যে রাশিয়ার কাছে ছ'টি পানির গুণগত মান পরিমাপক সরঞ্জামআর ১৫০ টনের আকটিভ কাবন যুগিয়ে দিয়েছে।চীনের আচরণ রাশিয়ার কাছ থেকে স্বাগত পেয়েছে। তা ছাড়া, চীন আরেক বার অনুদান হিসেবে রাশিয়ার কাছে দুটো পরিমাপক সরঞ্জাম এবং এক হাজার টন আকটিভ কাবন যুগিয়েছে। এতে পুরোপুরি প্রতিফলিত হয়েছে পানি দূষণজনিত পরিণাম দূর করার ব্যাপারে চীনের সদিচ্ছা আর দৃঢ়সংকল্প। দূষণের মাত্রা নুন্যতম মানে রাখার জন্য চীন রাশিয়ার সঙ্গে যোগাযোগ আর পরামর্শ জোরদার করে সংশ্লিষ্ট পদক্ষেপ নিতে ইচ্ছুক।
|