যুক্তরাষ্ট্রের বেশির ভাগ অঞ্চলের তাপমাত্রা উঠবে বলে এবং অন্যান্য উপাদানের প্রভাবে ১৬ ডিসেম্বর আন্তর্জাতিক বাজারে অধোশিত তেলের ফিউচারস দাম বিপুল মাত্রায় পড়েছে।নিউইয়ার্ক বাজারে অধোশিত তেলের ফিউচাস দাম প্রায় দুই ডলার কমেছে।
১৬ ডিসেম্বর নিউইয়ার্কের পণ্য বিনিময় কেন্দ্রে আগামি বছরের জানুয়ারী মাসে সরবরাহ করার জন্যে উত্কৃষ্ট অশোধিত তেলের ফিউচারস দাম এর আগের বিনিময় দিনের চাইতে প্রতি ব্যারেল১.৯৩ ডলার্র পড়ে প্রতি ব্যারেল ৫৮.০৬ ডলার্র হয়েছে।লন্ডনের আন্তর্জাতিক তেল বিনিময় কেন্দ্রেআগামী বছরের জানুয়ারী মাসের উত্তর সাগারের ব্রেন্ট অশোধিত তেলের ফিউচারস দাম প্রতি ব্যারেল ০.৭৮ মাকির্ন ডলার্র পড়েছে।
বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় হীটিং তেল ব্যবহারকারী বাজার । পরবর্তীসময়পর্বের মধ্যে যুক্তরাষ্ট্রে তাপমাত্রাযে বাড়বে তা তেলের দাম পড়ার প্রধান কারণ। তবে আবহাওয়ার পরিবর্তন অনির্দিষ্ট বলে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের ফিউচারস দাম পড়বে না উঠবে তা বলা মশকিল।
|