১৬ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় পরিষদের নারী ও শিশু কর্মকমিটির একজন কর্মকর্তা পেইচিংয়ে সমাজের বিভিন্ন মহলের প্রতি চীনের ভ্রাম্যমান শ্রমিকদেরপ্রায় দুই কোটি ভ্রাম্যমান শিশুকে যত্ন নেয়ার আর তাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার আহ্বান জানিয়েছেন ।
একই দিন জাতি সংঘ শিশু তহবিল সংস্থা পেইচিংয়ে ' ২০০৬ সালে বিশ্ব শিশু অবস্থার রিপোর্ট' প্রকাশ করেছে । এই রিপোর্টের প্রকাশ উপলক্ষে আয়োজিত একটি সভায় চীনের নারী ও শিশু কর্মকমিটির কর্মকর্তা মাদাম ওয়ান ইয়েন বলেছেন , সাম্প্রতিক বছরগুলোতে চীনের ভ্রাম্যমান লোকদের মধ্যে শিশুর সংখ্যা দ্রুত বাড়ছে । বর্তমানে চীনে যে শিশু রক্ষা ও সমাজ নিশ্চয়তা সংক্রান্ত নীতি কার্যকরী করা হচ্ছে , তা' স্পষ্টতঃই ভ্রাম্যমান শ্রমিকদের পক্ষে প্রযোজ্য নয় । তিনি ভ্রাম্যমান শ্রমিকদের ছেলেমেয়ের শিক্ষা , স্বাস্থ্যরক্ষা, অধিকার ও স্বার্থ রক্ষার কাজ সরকারের দায়িত্বের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন । চীন এখন অপ্রাপ্তবয়স্কদের রক্ষা আইন সংশোধন করছে , এই আইন ভ্রাম্যমান শিশুদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার জন্যে সহায়ক হবে ।
|