ফিলিস্তিন সমস্যা সম্পর্কিত জাতি সংঘ, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয় দেশগুলোর সম্মেলন ১৬ ডিসেম্বর ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে সমাপ্ত হয়েছে। সম্মেলনে গৃহীত একটি বিবৃতিতে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের সামরিক দখল আবার শুরু হবার নিন্দা করা হয়েছে।
ইসরাইল যে তার দখিলকৃত ফিলিস্তিনের ভূভাগের মানবাধিকার লংঘন করে, পৃথকীকরণ দেয়াল নির্মাণ করে এবং ফিলিস্তিনের ভূভাগে ইহুদীদের বসতি এলাকা সম্প্রসারণ করে "কারাকাস বিবৃতি" নামে এই দলিলপত্রে তার নিন্দা করা হয়েছে। বিবৃতিতে ইসরাইলের উদ্দেশ্যে শারম এল-শেইখে সম্পাদিত চুক্তি, বিশেষ করে ফিলিস্তিনী কয়েদীদেরকে মুক্তি সম্পর্কিত চুক্তি পালন করার আহবান জানানো হয়েছে।
বিবৃতিতে ইসরাইলের উদ্দেশ্যে ফিলিস্তিনের জনগণের নির্বাচণ প্রক্রিয়ায় হস্তক্ষেপ বন্ধ ও নির্বাচনকালে পদপ্রার্থী ও ভোটদাতাদের যাতায়াতের স্বাধীনতা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।
|