হংকংয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী অধিবেশনে অংশগ্রহণকারী চীনের প্রতিনিধি ১৬ ডিসেম্বর বলেছেন , চীন ব্যবস্থা নিযে বাণিজ্যের সহজায়ন আরো ত্বরান্বিত করবে ।
বাণিজ্যের সহজায়ন এবারকার হংকং অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্যবিষয় । চীনের সাধারণ শুল্ক বিভাগের ডাবলিও টি ও বিষয়ক কার্যালয়ের প্রধান মাদাম ইং লি ছ্যুন বলেছেন , চীন পরবর্তী কয়েক বছরে শুল্ক বিভাগের ব্যবস্থার আরো সহজায়ন করবে , যাতে বাণিজ্যের ফলপ্রসূতা বাড়ানো যায় । এর সংগে সংগে গমণাগমণ ব্যবস্থার সহজায়ন করা হবে যাতে অপ্রয়োজনীয় কড়াকড়ি শিথিল করা যায় ।
|