১৫ ডিসেম্বর পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পূর্বাঞ্চলের কোহলোয় সীমান্ত বাহিনীর একজন কমান্ডার এবং তাঁর সহকারীবাহী হেলিকপ্টার স্থল থেকে গুলির আক্রমণের শিকার হয়েছেন। উভয় আহত হয়েছে, তবে সংকটমুক্ত।
পাকিস্তানের তথ্য মাধ্যমের খবরে প্রকাশ, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ ১৪ ডিসেম্বর বেলুচিস্তান প্রদেশের পূর্বাঞ্চলের কোহলোয় পরিদর্শনের আগে কেউ কেউ এই এলাকায় আটটি রকেট নিক্ষেপ করেছে। ১৫ ডিসেম্বর সেই কমান্ডার এই অঞ্চলে গিয়ে ঘটনাটি তদন্ত করার সময়ে আক্রমণের শিকার হয়েছে।
পাকিস্তানের সরকার-বিরোধী সশস্ত্র বেলুচিস্তান মুক্তি বাহিনীর মূখপাত্র পর পর তথ্য মাধ্যমের কাছে এই হামলার ঘটনার দায়িত্ব ঘোষণা করেছে।
|