ভারতের সংসদ ১৬ ডিসেম্বর দুপুরে বোমা হুমকি পেয়েছে। এর ফলে সংসদের অধিবেশন বাধ্যতামূলকভাবে বন্ধ হয়ে যায়।
ভারতের এশিয়া বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর দুপুরে ভারতের সংসদের অধিবেশন পরিচালনাকারী স্পীকার অধিবেশন বন্ধ কথা ঘোষণা করেন। বিকালে একটার পর স্পীকার সভাকক্ষ ত্যাগ করেন। নিরাপত্তা কর্মকর্তারা সকল সাংসদ ও সংবাদদাতাকে অচিরেই সংসদহল ত্যাগ করতে অনুরোধ জানান।
সূত্রে প্রকাশ, একটি ইমেলে বলা হয়েছে, ভারতের সংসদ ভবনে একটি প্যাকেট রয়েছে এবং তাতে লুকানো বিস্ফোরিত হতে পারে।
|