পরবর্তী পাঁচ বছরে অতিরিক্ত আবাদী জমি কমানোর অবস্থা নিয়ন্ত্রণে আনার জন্য চীন আরো ফলপ্রসূ ব্যবস্থা নেবে।
চীনের অর্থনীতির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে আবাদী জমি দখল করে নির্মান প্রকল্প স্থাপনের অবস্থার দিন দিন অবনতি হয়েছে। অতীতের আট বছরে চীনে মোট ৮০ লক্ষ হেক্টর আবাদী জমি কমেছে। পরিসংখ্যান অনুযায়ী, এখন চীনের মাথাপিছু আবাদী জমি আছে প্রায় ০.০৯ হেক্টর, এটা বিশ্বের গড়পরতা মানের অর্ধেরও কম।
এই বিষয়ে চীনের ভূ-সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী লি ইউয়েন ১৬ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন, পরবর্তী পাঁচ বছরে চীন সবচেয়ে কড়াকড়িভাবে জমি পরিচালনা এবং আবাদী জমি রক্ষার ব্যবস্থা অনুসরণ করবে, নির্মান কাজে ব্যবহৃত নতুন জমির মোট পরিমাণ, বিশেষ করে আবাদী জমি দখল করার পরিমাণ কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা হবে।
|