দক্ষিণ কোরিয় বিজ্ঞানী , সিউল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসার হুয়াং উ সুক্ ১৬ ডিসেম্বর বলেছেন , তিনি সত্যি সাফল্যের সংগে এমব্রিও স্টেম সেল ক্লোন করেছিলেন এবং তার গবেষণা গ্রুপ সংশ্লিষ্ট প্রযুক্তি নিয়ন্ত্রণ করেছে ।
তিনি একই দিন সিউলে একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন । তিনি বলেছেন , যেহেতু তার গবেষণা গ্রুপের ক্লোন করা কয়েকটি এমব্রিও স্টেম সেল গুরুতরভাবে দূষিত হয়েছে , সেহেতু সেগুলো সংরক্ষণ করা যায় নি । এ থেকে উদ্ভুত ঝামেলার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন ।
খবরে প্রকাশ , সিউল জাতীয় বিশ্ববিদ্যালয় একই দিন ঘোষণা করেছে যে , হুয়াং উ সিকের ক্লোন করা এমব্রিও স্টেম সেল গবেষণার ফলাফল পরীক্ষা আর যাচাই করার জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রতিষ্ঠিত হয়েছে ।
|