১৬ ডিসেম্বর জাপানের সংবাদ মাধ্যম বলেছে , জাপানের মন্ত্রিসভার নিরাপত্তা নিশ্চয়তা অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে , জাপান আর যুক্তরাষ্ট্রের যৌথ গবেষণা লব্ধ ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাত্ টি এম ডির নতুন প্রজন্মের ক্ষেপনাস্ত্র বিধ্বংসী ক্ষেপনাস্ত্রের গবেষনা ও উন্নয়নের কাজ প্রকৃত উন্নয়ন ও তৈরীর পর্যায়ে প্রবেশ করবে ।
নতুন প্রজন্মের ক্ষেপনাস্ত্র বিধ্বংসী ক্ষেপনাস্ত্র এমন এক ধরণের ক্ষেপনাস্ত্র , যা জাপানের আত্মরক্ষী বাহিনীর এজিস শীল্ড নামক ডেস্ট্রয়ারে সজ্জিত এস এম তিন ক্ষেপনাস্ত্র বিধ্বংসী ক্ষেপনাস্ত্রের ভিত্তিতে সংস্কার করা হয়েছে ।
খবরে প্রকাশ , দুদেশের এই যৌথ উন্নয়ন কার্যক্রম ২০১৫ সালের কাছাকাছি সম্পন্ন হবে বলে অনুমান করা হচ্ছে ।
|