জর্ডান নদীর পশ্চিম তীরের চারটি প্রধান ফিলিস্তিনী শহরে ১৫ ডিসেম্বর স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তিনটি শহরে জয় লাভ করেছে।
জর্ডান নদীর পশ্চিম তীরের নাবলুস শহরে হামাস ৬৫ শতাংশ ভোট পেয়েছে, ক্ষমতাসীন পার্টি ফিলিস্তিনজাতীয় মুক্তি আন্দোলন ফাতাহ মাত্র ১৫ শতাংশ ভোট পেয়েছে। জেনিন এবং আল-বিরেহে হামাস নিরঙ্কুশ প্রাধান্য দিয়ে ফাতাহকে হারিয়েছে। ফাতাহ কেবল রামাল্লাহয় সামান্য ব্যবধান জয় লাভ করেছে।
ফিলিস্তিন আগামী জানুয়ারী মাসে বিধান পরিষদের নির্বাচন আয়োজন করবে , ১৫ ডিসেম্বর স্থানীয় নির্বাচনের উদ্দেশ্য হচ্ছে বিধান পরিষদের নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন করা।
|