ইউরোপীয় সংসদ ১৫ ডিসেম্বর ২০০৬ সালে ই-ইউ'র ১১১.৯৬৯ বিলিয়ন ইউরোর বাজেট অনুমোদন করেছে , এটি ই-ইউ'র ২৫টি দেশের মোট জি ডি পি'র ১.০১ শতাংশ , এবং তা ২০০৫ সালের তুলনায় কিছুটা বেড়েছে ।
সেদিন সন্ধ্যায় ই-ইউ'র শীর্ষ সম্মেলনে ২০০৭-২০১৩ সালের ই-ইউ'র যে মধ্যমেয়াদী বাজেট নিয়ে আলোচনা করা হবে , ২০০৬ সালের ই-ইউ'র বাজেট তা থেকে আলাদা । ইউ'র বাজেট কমিশনের মুখপাত্র রোবার্ট সোলটিক বলেছেন , যদিও মধ্যমেয়াদী বাজেট সংক্রান্ত আলোচনা খুব কঠিন , তবু ই-ইউ'র ২০০৬ সালের বাজেটের অনুমোদন থেকে বুঝা যায় , গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সামর্থ্য ই-ইউ'র আছে ।
|