** চীনের কমিউনিস্ট পার্টির একাদশ কেন্দ্রীয় কমিটির তৃতীয় পর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত
১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর চীনের কমিউনিস্ট পার্টির একাদশ কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন পেইচিংয়ে অনুষ্ঠিত হয় ।
হুয়া কুও-ফেং এই অধিবেশনে সভাপতিত্ব করেন । অধিবেশনে পার্টির কাজকর্মের কেন্দ্রবিন্দুকে এবং দেশের সকল জনগণের মনোযোগকে সমাজতান্ত্রিক আধুনিকায়নের গঠনকাজের ওপর স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়া হয় । পূর্ণাঙ্গ অধিবেশনে গোঁড়া নীতির সমালোচনা করা হয় এবং পুরোপুরি ভাধে স্বীকার করা হয় যে, পূর্ণাঙ্গভাবে ও সঠিকভাবে মাওসেতোং চিন্তাধারার বিজ্ঞানসম্মত ধারাবাহিক ব্যবস্থা আয়ত্ত করতে হবে , "বাস্তব অনুশীলনই হচ্ছে সত্য যাচাইয়ের একমাত্র মানদণ্ড" এই বিষয় নিয়ে যে আলোচনা চলেছে অধিবেশনে তার উচ্চ পর্যায়ের মূল্যায়ণ করা হয় । অধিবেশনে চিন্তাধারাকে মুক্ত করা , মাথা ঘামিয়ে কাজ করা এবং বস্তুনিষ্ঠভাবে কাজ চালানোর নীতি নির্ধারণ করা হয় এবং ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে দেখার পথনির্দেশক নীতি ধার্য করা হয় ।
পূর্ণাঙ্গ অধিবেশনে "সাংস্কৃতিক বিপ্লবে" সংঘটিত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলো এবং ইতিহাস থেকে বর্তানো কতকগুলো ঐতিহাসিক সমস্যা নিয়েও আলোচনা করা হয় এবং পেং তে হুয়াই, থাও চু, পো ই-পো, ইয়াং শাংখুন প্রমুখ নেতাদের কমরেডের মূল্যায়ণে যে ভুল সিদ্ধান্ত নেয়া হয়েছিল , তার সংশোধন করা হয় । পূর্ণাঙ্গ অধিবেশনে পার্টির নিয়ম-বিধি ও পার্টির আইনের উন্নতিসাধন এবং ব্যক্তিপূঁজার বিরোধিতা, সমষ্টিগত নেতৃত্ব জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয় এবং বিশেষ গুরুত্বের সঙ্গে সমাজতান্ত্রিক গণতন্ত্র পরিস্ফূর্ত করা আর সমাজতান্ত্রিক আইনব্যবস্থা জোরদার করার ইত্যাদি কর্তব্য উত্থাপণ করা হয় ।
** ১৯৯৬ সালকে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন বর্ষ বলে জাতিসংঘের ঘোষণা
১৯৯৫ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের এক বিশেষ সম্মেলনে ১৯৯৬ সালকে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন বর্ষ বলে ঘোষণা করে । যাতে সারা পৃথিবী ব্যবস্থা নিয়ে স্বল্পতম সময়ের মধ্যে দারিদ্র্য বিমোচন হয়। সম্মেলনে জাতিসংঘের মহা সচিব বৌ চোস-ঘালি বিভিন্ন দেশের সরকার ও জনগণের কাছে সমাবেশিত হয়ে দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান জানিয়েছেন।
** চিয়াং জেমিনের সঙ্গে তুং চিয়ানহুয়ায়ের সাক্ষাত্
১৯৯৬ সালের ১৮ ডিসেম্বর চীনের সাবেক প্রেসিডেন্ট চিয়াং জেমিন পেইচিংয়ের মহাগণভবনে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রথম প্রশাসক তুং চিয়ানহুয়ায়ের সঙ্গে সাক্ষাত্ করেন এবং আন্তরিকভাবে কথাবার্তা বলেন।
তুং চিয়ানহুয়া হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রথম প্রশাসক হিসেবে যে নির্বাচিত হন, চিয়াং জেমিন তার জন্য তাঁকে অভিনন্দন জানান। প্রেসিডেন্ট চিয়াং শত-ব্যস্ততার মধ্যে তাঁর সঙ্গে যে সাক্ষাত্ করেন। তাতে তুং চিয়ানহুয়া আনন্দ প্রকাশ করেন এবং বলেন যে , এবার হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রথম প্রশাসক নির্বাচিত হওয়ায় এবং কেন্দ্রীয় গণ সরকারের নিযুক্তি লাভ করায় তিনি গর্ব বোধ করেন। হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য তিনি অব্যাহতভাবে প্রচেষ্টা করবেন।
|