চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১৫ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন পক্ষ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর উচ্চ গুরুত্ব দেয় এবং ভারতের সঙ্গে মিলিতভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহতভাবে সুষ্ঠু ও স্থিতিশীলভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।
ছিন কাং বলেছেন, চীন আর ভারতের সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক করা কেবল দু'দেশের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয়, বরং এশিয়া আর বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্যও হিতকর। এখন চীন ও ভারতের সহযোগিতা অব্যাহতভাবে সম্প্রসারিত হয়েছে , দু'দেশের মতভেদ নিরন্তরভাবে কমেছে।
তিনি ব্যাখ্যা করেছেন, পূর্ব এশিয় শীর্ষ সম্মেলন চলাকালে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত্ করার সময়ে বলেছেন, চীন পূর্ব এশিয় শীর্ষ সম্মেলনে ভারতের অংশগ্রহন করতে স্বাগত জানায়। চলতি বছরের এপ্রিল মাসে চীন ও ভারত ঘোষণা করেছে যে, দু'দেশের শান্তি ও সমৃদ্ধ মুখী রণনৈতিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। তা ছাড়া, চীন ও ভারত সীমান্ত সমস্যা সমাধানের রাজনৈতিক উপদেশক মৌলিক নীতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে এবং বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে ভালোভাবে সীমান্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে।
|