চীনের উপ-প্রধানমন্ত্রী জেন পেই ইয়ে ১৫ ডিসেম্বর কুয়াংতুং লিং আও পারমানবিক বিদ্যুত্ কেন্দ্রেরদ্বিতীয় পর্যায়ের প্রধান প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, চীন সম্পদ মিতব্যয়তাপূর্ণ এবং পরিবেশমূলক সমাজ গঠনের দাবি অনুযায়ী, জোরালোভাবে শক্তিসম্পদের কাঠামো সুবিন্যস্ত করবে এবং সক্রিয়ভাবে পারমাণবিক বিদ্যুত্ বিকাশ করবে।
তিনি আরো জোর দিয়ে বলেছেন, পারমাণবিক বিদ্যুত্ নির্মান এবং উত্পাদনের প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
কুয়াংতুং লিং আও পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের দ্বিতীয় দফা প্রকল্প হচ্ছে চীনের স্বতন্ত্রভাবে নকশা ও নির্মানের মাত্রা সর্বোচ্চ একটি দশ লক্ষ কিলোওয়াট পর্যায়ের পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প। দাইয়াওয়ান পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র আর লিং আও পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের প্রথম দফা প্রকল্পের নিকটে অবস্থিত এই বিদ্যুত কেন্দ্র ২০১১ সালে প্রতিষ্ঠিত হবে।
|