১৫ ডিসেম্বর কুয়ালালাম্পুরে প্রকাশিত চীন-মালয়োশিয়া যুক্ত ইস্তাহারে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা গভীর করার বিষয়ে একটি সার্বিক কার্যক্রম প্রণয়ন করা হয়েছে ।
ইস্তাহার অনুযায়ী , দুদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় দুদেশের রণনৈতিক ও সহযোগিতামূলক কার্যক্রম বিষয়ক একটি পরিকল্পনা প্রণয়ন করবে ; দুপক্ষ প্রতিরক্ষা সহযোগিতার সমঝোতা বিষয়ক স্মারকলিপির কাঠামোতে যত তাড়াতাড়ি সম্ভব দুদেশের প্রতিরক্ষা ও নিরাপত্তার সংলাপ ব্যবস্থা চালু করবে আর মালেকা প্রণালীর নিরাপত্তা ও সহযোগিতা নিয়ে সক্রিয়ভাবে আলোচনা করবে এবং দুপক্ষ অব্যবহতভাবে দক্ষিণ সাগরের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষার জন্য প্রচেষ্টা চালাবে ।
ইস্তাহারে আরো বলা হয়েছে , দুপক্ষ পররাষ্ট্র , আর্থ-বাণিজ্যিক আর বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতার ব্যবস্থা জোরদার করবে ।
|