চীন অব্যাহতভাবে শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জীবন বিমা ব্যবস্থার পূর্ণাংগ করে তুলবে এবং জীবন বিমা ব্যবস্থার আওতা সম্প্রসারিত করবে । পরবর্তী ৫ বছরে জীবন বিমা ব্যবস্থায় অংশগ্রহণকারী চীনের শ্রমিক আর কর্মচারীদের সংখ্যা ২২ কোটি ছাড়িয়ে যাবে ।
চীনের শ্রম ও সমাজের নিশ্চয়তা মন্ত্রনালয়ের উপ মন্ত্রী লিউ ইয়ুন ফু ১৫ ডিসেম্বর পেইচিংয়ে একটি তথ্য-জ্ঞাপন-সভায় বলেছেন , পরবর্তী ৫ বছরে চীনের শ্রম ও সমাজের নিশ্চয়তা মন্ত্রনালয় অব্যাহতভাবে ব্যবস্থা নিয়ে জীবন বিমা ব্যবস্থার আওতা সম্প্রসারিত করবে , যাতে জীবন বিমা ব্যবস্থায় অংশগ্রহণকারীদের সংখ্যা বছরে এক কোটিরও বেশি বেড়ে যায় । তা ছাড়া জীবন বিমার ভাতা সময়োচিত আর যথোচিতভাবে বিলি করা হবে , যাতে বৃদ্ধ বৃদ্ধাদের মৌলিক জীবনযাপন নিশ্চিত করা যায় ।
|