চীনের কৃষি মন্ত্রনালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা ১৫ ডিসেম্বর এই মত প্রকাশ করেছেন যে , গত আক্টোবর মাস থেকে চীনে বহুবার বার্ডফ্লুর প্রকোপ দেখা দেয়া সত্ত্বেও চীনের বিরাটাকারের হাঁস-মুরগি প্রক্রিয়াকরণ শিল্প প্রতিষ্ঠানগুলোতে তৈরী হাঁস-মুরগিজাত দ্রব্য নিরাপদে খাওয়া যাচ্ছে ।
এই কর্মকর্তা বলেছেন , এই সব শিল্প প্রতিষ্ঠানে বার্ডফ্লুর প্রকোপ দেখা দেয় নি । তিনি বলেছেন , বহু বছর ধরে চীনের বিরাটাকারের হাঁস-মুরগি প্রক্রিয়াকরণ শিল্প প্রতিষ্ঠানগুলোত হাঁস-মুরগি পালনের বৈজ্ঞানিক পদ্ধতি আর সংক্রামক রোগ প্রতিরোধের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে ।
খবরে প্রকাশ , গত অক্টোবর মাস থেকে চীনে বার্ডফ্লুর প্রকোপ বার বার দেখা দেয়ার সংগে সংগে চীনের হাঁস-মুরগিজাত দ্রব্যের দাম নেমে গেছে । হাঁস-মুরগি প্রক্রিয়াকরণ শিল্প আর সংশ্লিষ্ট শিল্প গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ।
|