১৪ ডিসেম্বর বৃটেনের সংশোধিত ইউরোপীয় ইউনিয়নের অন্তবর্তীকালীনবাজেট উত্থাপনের পর একই দিনে ই ইউ কমিশনের চেয়ারম্যান জোসে মানুয়েল বারোসো এবং ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, জার্মানী প্রভৃতি ই ইউর কিছু দেশ এই প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে।
জানা গেছে, নতুন প্রস্তাবে বৃটেন কেবল বাজেটকে অল্প পরিমাণে বাড়িয়েছে, কিন্তু ই ইউর আর্থিক বাজেট থেকে পাওয়া ফেরত্ টাকা কমাতে প্রত্যাখ্যান করেছে এবং ফেরত্ টাকার অধিকার সমস্যা আর ই ইউর অভিন্ন কৃষি নীতির সংস্কার সমস্যার সঙ্গে সংযোজন করতে চেয়েছে।
ই ইউ কমিশনের চেয়ারম্যান বারোসো বলেছেন, নতুন প্রস্তাবে বৃটেনের সংশোধন স্পষ্টভাবে যথেষ্ট নয়।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপে দোস্টে-ব্লাজি মনে করেন, নতুন প্রস্তাব ই ইউর বাজেট থেকে বৃটেনের পাওয়া ফেরত্ টাকা কমানোর সমস্যা স্পর্শ করে নি, তাই এই প্রস্তাবের ই ইউর বিভিন্ন সদস্য দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর করার ভিত্তি নেই।
তা ছাড়া, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ও বৃটেনের সংশোধিত নতুন প্রস্তাবের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে।
|