চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও মালয়েশিয়ায় তাঁর আনুষ্ঠানিক সফর শেষ করে স্বদেশের উদ্দেশ্যে ১৫ ডিসেম্বর বিকালে বিশেষ বিমান যোগে কুয়ালালামপুর ত্যাগ করেছেন।
একই দিন সকালে মালয়েশিয়ার শীর্ষনেতা পুয়ানকু সৈয়দ সিরাজুদ্দিন ইবনি আল-মার্হুম কুয়ালালামপুরে ওয়েন চিয়া পাও'য়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদায়েই ওয়েন চিয়া পাও'য়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর দু'পক্ষ যুক্ত ইস্তাহার প্রকাশ করেছে। যুক্ত ইস্তাহার অনুযায়ী, দু'দেশের পররাষ্ট্রমন্ত্রণালয় চীন-মালয়েশিয়া রণনৈতিক সহযোগিতার কার্যক্রম পরিকল্পনা তৈরী করবে; দু'পক্ষ 'প্রতিরক্ষার সহযোগিতামূলক সমঝোতা স্মারকলিপি'-র কাঠামোয় যত তাড়াতাড়ি সম্ভব চীন-মালয়েশিয়া প্রতিরক্ষা নিরাপত্তা আলোচনা ব্যবস্থা শুরু করবে এবং মালাকা প্রণালীর নিরাপত্তা সহযোগিতা নিয়ে ইতিবাচক আলোচনা করবে; দু'পক্ষ অব্যাহতভাবে দক্ষিণ সাগর অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার চেষ্টা করবে এবং কূটনীতি, আর্থ-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে আলোচনা ও সহযোগিতা ব্যবস্থা জোরদার করবে। যুক্ত ইস্তাহারে আরো বলা হয়েছে, মালয়েশিয়া এক চীন নীতি সমর্থন করার কথা আরেক বার ঘোষণা করেছে। চীনের শান্তিপূর্ণ একীকরণের ব্যাপারে মালয়েশিয়া যে সমঝোতা ও সমর্থন দিয়েছে চীন তার জন্য ধন্যবাদ জানিয়েছে।
|