অষ্টম বিশ্ব উসু চ্যাপিয়নশীপ স্থানীয় সময় ১৪ ডিসেম্বর রাতে ভিয়েত্নামের রাজধানী হ্যানয়ে সমাপ্ত হয়েছে। চীন দল এবারকার প্রতিযোগিতায় মোট ১৮টি স্বর্ণপদক অর্জন করেছে এবং স্বর্ণপদকের সংখ্যার দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে।
এবারকার প্রতিযোগিতা ১০ ডিসেম্বর উদ্বোধন হয়েছে। প্রতিযোগিতায় মোট ৬৫টি দেশ ও অঞ্চলের আট শোরও বেশি খেলোয়াড় অংশ নিয়েছেন। ভিয়েত্নাম দল পাঁচটি স্বর্ণপদক আর মালয়েশিয়া দল চারটি স্বর্ণপদক অর্জন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে। প্রতিযোগিতাটিতে মোট ৪২টি স্বর্ণপদক রয়েছে।
নবম বিশ্ব উসু চ্যাপিয়নশীপ ২০০৭ সালে পেইচিংয়ে অনুষ্ঠিত হবে।
|