চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১৫ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন আর রাশিয়া ও কাজাখস্তান শক্তিসম্পদ সহ নানা ক্ষেত্রে পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা করা তিন পক্ষের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ এবং তিনটি দেশের অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার জন্যও হিতকর।
চীন আর কাজাখস্তান ও রাশিয়ার শক্তি সম্পদ সহযোগিতা সম্পর্কিত সংবাদদাতার প্রশ্নের উত্তর দেয়ার সময় ছিন কাং উপরোক্ত কথা বলেছেন। তিনি বলেছেন, চীন পক্ষ সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমতা, পারস্পরিক উপকারিতার ভিত্তিতে বহু ধরনের শক্তি সম্পদ সহযোগিতা করতে চায়, সহযোগিতার ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্তআছে তেল ও প্রাকৃতিক গ্যাসের উত্তোলন, পুনঃব্যবহার্য শক্তিসম্পদ এবং দূষণ-বিহীন শক্তিসম্পদের ব্যবহার ইত্যাদি।
|