 ১৫ ডিসেম্বর সকালে ইরাকের যুদ্ধোত্তর প্রথম আনুষ্ঠানিক সংসদ নির্বাচন ইরাকের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে।
মোট ৭ হাজার ৬৫৫ প্রার্থী এবারকার নির্বাচনে অংশ নিয়েছেন। তারা সংসদের ২৭৫টি আসন নিয়ে প্রতিদ্বদ্বিতা করবেন। প্রায় এক কোটি ৫৫ লক্ষ ইরাকী ভোটার সারা দেশের ৬ হাজারেরও বেশী নির্বাচন কেন্দ্রে ভোট দিয়ে চারবছর কার্যমেয়াদ ইরাকের আনুষ্ঠানিক সংসদ নির্বাচন করবেন। নির্বাচন একই দিন বিকালের ৫টায় শেষ হওয়ার কথা। নির্বাচনের ফলাফল ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে বলে অনুমান করা হচ্ছে। প্রায় এক লক্ষ ২০ হাজার স্বাধীন পর্যবেক্ষক ভোট দেয়ার প্রক্রিয়া তত্ত্বাবধান করছেন।
অন্য খবরে জানা গেছে, নির্বাচন শুরু হতে না হতেই বাগদাদে একটি বোমা বিস্ফোরণ ঘটেছে। খবর পাওয়া পর্যন্ত হতাহতের অবস্থা জানা যায় নি।
১৪ ডিসেম্বর জাতিসংঘের মহাসচিব কোফি আন্নান এক বিবৃতিতে ইরাকের ভোটারদের উদ্দেশ্যে সক্রিয়ভাবে সংসদ নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। একই দিন আল-কায়েদা সংস্থার ৩ নম্বর নেতা জারকাভির নেতৃত্বাধীন ইরাকে জিহাদ আল-কায়েদা গ্রুপ ইন্টারনেটের মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে ইরাক সংসদ নির্বাচনের সময়ে নতুন দফা সহিংস সংঘাত চালাবার হুমকী দেখিয়েছে।
|