লেবাননের প্রেসিডেন্ট এমিলে লাহৌদ সফররত আরব লীগের মহাসচিব আমর মুসা ১৪ ডিসেম্বর বৈরুতে সর্ব সম্মতি ক্রমে জোর দিয়ে বলেছেন, লেবাননের বিভিন্ন পক্ষের সংলাপ জোরদার করা উচিত।
একইদিনে লাহৌদ মুসার সঙ্গে সাক্ষাত্কালে লেবাননের বিভিন্ন পক্ষের প্রতি সংলাপ জোরদার করা এবং ঐক্য রক্ষা করার আহ্বান জানিয়েছেন। সাক্ষাতের পর মুসা বলেছেন, লেবাননের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং লেবানন ও সিরিয়ার মধ্যে উত্তেজনাময় সম্পর্ক নিয়ে আরব লীগ উদ্বেগ বোধ করেছে।
একইদিনে লেবাননের জাতীয় সংসদ ১২ ডিসেম্বর গাড়ী বোমা বিস্ফোরণে নিহত হওয়া জাতীয় সংসদ সদস্য , সিরিয়া বিরোধী বিখ্যাত ব্যক্তি কিব্রান টুয়েনির জন্য শোক প্রকাশ সম্মেলন অনুষ্ঠান করেছে।
|