ভারতের বৈজ্ঞানিকদের গবেষণা অনুযায়ী, রং চা বেশী খেলে মুখ-গহ্বরের ক্যান্সার হবে না।
ভারতের কালকাতার বিবেকানন্দ মেডিক্যাল কলেজের গবেষকরা "প্যাথলজী, বিষবিজ্ঞান ও টিউমার" নামক বিষয়ক ম্যাগাজিনে প্রকাশিত একটি রিপোর্টে বলেছেন, রং চায়ের পোলিহেনল মুখের কোশে ক্যান্সার হওয়ার প্রক্রিয়া রুখতে পারে।
বৈজ্ঞানিকরা ১৫জন রোগীকে একবছর ধরে পরীক্ষা করেছেন। রোগীদের মুখে লেউকোপ্লাকিয়া দেয়া যায়। তা হলো মুখ-গহ্বরের ক্যান্সারের হবার প্রতীক। রোগীদের জিহ্বা ও মুখের ভেতরে সাদা রঙের ক্লট অর্থাত জমাট দেখা যায়। সাদা জমাট থাকলে ক্যান্সার হওয়ার সম্ভবনা সাধারণত ৫০ শতাংশ। কিন্তু যদি প্রতিদিন তিনবার রং চা খাওয়া হয়, তাহলে রোগীদের অবস্থা স্পষ্টভাবে ভালো হয়। কিছু লোকের সাদা জমাট অদৃশ্য হয়ে যায়।
এর আগে মার্কিন বৈজ্ঞানিকদের একটি গবেষণা থেকে জানা গেছে, সবুজ চায়ের পোলিহেনলও মুখ গহ্বরের ক্যান্সার প্রতিরোধক। ভারতের আরেকটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে, রং চা এবং ক্যান্সারের ওষুধ একসঙ্গে লিউকেমিয়া সেলকে মেরে ফেলতে পারে।
মুখ-গহ্বরের ক্যান্সার ভারতের পুরুষদের মধ্যে একটি সাধারণ ক্যান্সার। তা মহিলাদের বিভিন্ন ক্যান্সারের মধ্যে তৃতীয় স্থানে আছে।
|