চীন ও ৮টি আসিয়ান দেশের সাগরীয় বিভাগ ১৪ ডিসেম্বর দু'পক্ষের সাগরীয় ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করার বিষয়ে আলোচনা করেছে।
দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরে আয়োজিত চীন-আসিয়ান সাগরীয় বিষয়ে পরামর্শ ব্যবস্থার প্রথম অধিবেশনে চীন ও আসিয়ানের সাগরীয় বিভাগ সামুদ্রিক পরিবেশ-রক্ষা, সমুদ্রে উদ্ধার করা, সাগরীয় মার্ক চিহ্নিত করা, নাবিকদের প্রশিক্ষণ এবং দুর্ঘটনার তদন্ত ও মোকাবেলা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছে।
আসিয়ান হলো চীনের পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার। ২০০৪ সালে চীন ও আসিয়ানের বাণিজ্য মূল্য ১০০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। দু'পক্ষের অধিকাংশ পণ্যদ্রব্য জাহাজে বোঝাই করে পাঠানো হয়। তাই সাগরীয় ক্ষেত্রের সহযোগিতা জোরদার করে সামুদ্রিক নৌ পরিবহন জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজের কারণে সমুদ্রের দূষণ রোধ করা একান্ত প্রয়োজন।
|