"জাতিসংঘের দুর্নীতি দমন কনভেনশন" ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে । বর্তমানে ১৪০টি দেশ এই কনভেনশন স্বাক্ষর করেছে , ৩৮টি দেশ এই কনভেনশন অনুমোদন করেছে ।
এই কনভেনশন হল জাতিসংঘে দুর্নীতি দমনের প্রথমটি আইনসংগত দলিল । ২০০৩ সালে "জাতিসংঘ দুর্নীতি দমন কনভেনশন" আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে । সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী ৩০টি দেশ অনুমোদন করলে এই কনভেনশন ৯০ দিনের পর আনুষ্ঠানিভাবে কার্যকর হয় ।
চীন সরকার ২০০৩ সালের ডিসেম্বর মাসে এই কনভেনশন স্বাক্ষর করেছে , চীনের জাতীয় গণ কংগ্রেস চলতি বছরের অক্টোবর মাসে এই কনভেনশন অনুমোদন করেছে ।
|