v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-15 10:19:07    
১৫ ডিসেম্বর

cri
    **১৯৩৯ সালের ১৫ই ডিসেম্বর ছায়াছবি "গন্ উইথ দ্য উইণ্ড"-এর প্রথম উন্মোচন

১৯৩৯ সালের ১৫ই ডিসেম্বর উপন্যাসভিত্তিকচলচ্চিত্র " গন্ উইথ দ্য উইণ্ড"-এর প্রথম উন্মোচন-অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদার সংগে মুল উপন্যাসের লেখিকা মার্গারেট মিছেলের জন্মভূমি আ্যটলাণ্টায় অনুষ্ঠিত হয় । সাধারণ দর্শকদের চোখে " গন্ উইথ দ্য উইণ্ড " ছবিটি হলো সারা বিশ্বে সব চেয়ে সমাদৃত ছায়াছবি । "গন্ উইথ দ্য উইণ্ড" ছায়াছবিটি হলিউড চলচ্চিত্র শিল্পের শক্তি ও সিনেমা তারক-তারকাদের নৈপুণ্য চমত্কারভাবে পরিস্ফূর্ত করেছে বলে ছায়াছবিটি প্রদর্শিত হবার অর্ধশতাব্দীরপরও এখনও সারা বিশ্বে সবচেয়ে বেশী ব্যবসা-সফল ছায়াছবি ।

    ১৯৩৬ সালের জুন মাসে লেখিকা মার্গারেট মিছেল তাঁর উপন্যাস " গন্ উইথ দ্য উইণ্ড" প্রকাশ করেন । মিছেল তাঁর জন্মভূমি জর্জিয়া অঙ্গরাজ্যের পটভূমিতে এই উপন্যাস লিখেছেন । উপন্যাসে কৃষ্ণাঙ্গ দাসদের প্রতি সহানুভূতিশীল দক্ষিণাঞ্চলের ভুমিদাসের মালিকের দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রের উত্তর- দক্ষিণ যুদ্ধ চলাকালে দক্ষিণাঞ্চলের একটি পরিবারের উত্থান-পতনের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে । এই উপন্যাসের যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের রোম্যাণ্টিক উপন্যাসের ঐতিহ্য রয়েছে । উপন্যাসটি প্রকাশিত হবার পর এক কোটি কপি বই বিক্রী হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ও অঞ্চলের৪০টিরও বেশি ভাষায় প্রকাশিত হয়েছে । এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বিক্রী হওয়া একটি উপন্যাস । ১৯৩৭ সালে উপন্যাসটি শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে পুরষ্কার পেয়েছে ।

    **১৫ ডিসেম্বর হুয়াং সিয়ানশেং "লিয়াওনিং জাপানী হামলা বিরোধী বাহিনী" প্রতিষ্ঠা করেন

    ১৯৩১ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে হুয়াং সিয়ানশেং আর সুংফেই "লিয়াওনিং জাপানী হামলা বিরোধী বাহিনী" প্রতিষ্ঠা করেন । এই বাহিনী শেনইয়াংয়ের কিছু পুলিশ বিভিন্ন জেলার গণ বাহিনী আর পুলিশ নিয়ে গঠিত । এর সদরদফতর পেইফিয়াওতে অবস্থিতি। তার অধীনে মোট ২২টি শাখা বাহিনী রয়েছে । সৈন্যদের মোট সংখ্যা ৬০ হাজারেরও বেশী ।

    এই বাহিনী প্রতিষ্ঠার পর হুয়াং সিয়ানশেংয়ের নেতৃত্বাধীন লিয়াওনিং জাপানী হামলা বিরোধী বাহিনী উত্তরপূর্বাঞ্চলের গণ দেশ উদ্ধার সমিতির সঙ্গে মিলে যৌথ অভিযান চালিয়ে জাপানী আগ্রাসীদের ওপর অব্যাহতভাবে আঘাত হেনেছে ।

    **১৫ ডিসেম্বর চীনা গণ পররাষ্ট্র ইনস্টিডিউটের প্রতিষ্ঠা

    ১৯৪৯ সালের ১৫ ডিসেম্বর পেইচিংয়ে চীনা গণ পররাষ্ট্র ইনস্টিডিউট প্রতিষ্ঠার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে চাং শিরুওকে এই ইনস্টিডিউটের চেয়ারম্যান নির্বাচিত হন । প্রথমে চাং শিরুও তাঁর ভাষণে চীনা গণ পররাষ্ট্র ইনস্টিডিউটের প্রতিষ্ঠার লক্ষ্য ব্যাখ্যা করেন । এর লক্ষ্য হল: সারাদেশে যারা আন্তর্জাতিক সমস্যার গবেষণার অভিজ্ঞ বা যাদের বাস্তব কূনৈতিক অভিজ্ঞতা সেসব ব্যক্তিদের ঐক্যবন্ধকরা , নতুন বৈজ্ঞানিক উপায় অনুযায়ী কূটনীতির তত্ব আর বাস্তব অনুশীলন গবেষণা করা, আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করা, আন্তর্জাতিক বিষয়ক জ্ঞান সম্প্রসারণ করা এবং কেন্দ্রীয় গণ সরকারের কাছে পররাষ্ট্র বিষয় সম্বন্ধেমতামত দাখিল করা যাতে নয়া চীনের পররাষ্ট্রনীতির বাস্তবায়নে সহায়তা করা যায় ।