শীতকাল প্রবেশের পর উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কিছু এলাকায় প্রবল বৃষ্টি ও বরফ পড়েছে , এর ফলে গুরুতর প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। দুর্গত এলাকার প্রায় ১০ লক্ষ দুর্গত নাগরিক সুষ্ঠুভাবে শীতকাল অতিক্রম করার জন্য চীনের কেন্দ্রীয় সরকার ৩ কোটি ইউয়েন রেনমিনপি বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, সিনচিয়াংয়ের সংশ্লিষ্ট বিভাগ সাহায্যদান দুর্গতদের কাছে বিতরণ করছে। তা ছাড়া, খাদ্য, মোটা কাপড়চোপড় ইত্যাদি ত্রাণ সামগ্রি সংগ্রহের জন্য সিনচিয়াংয়ের বিভিন্ন মহলও বিরাটাকারের চাঁদা সংগ্রহ তত্পরতা চালাচ্ছে।
|